Composer AR Rahman-Saira Banu on the way to divorce after 29 years
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২৯ বছর পর ভাঙল ঘর। ডিভোর্স ঘোষণা সুরকার এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর। তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনের বহু কঠিন সময় পার করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বছরটা ছিল ১৯৯৫। সায়রা বানুকে বিয়ে করেছিলেন AR রহমান। দেখতে দেখতে দীর্ঘ ২৯টা বছর কাটিয়েছেন একসঙ্গে। তবে এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। জানা গিয়েছে, বিয়ের এতগুলো বছর পর রহমানের স্ত্রী সায়রা বানু এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিচ্ছেদের পথে হাঁটবেন।
বিবাহ বিচ্ছেদের খবর শুনে হতবাক অনুরাগীরা। বিশ্বজোড়া খ্যাতি তাঁর। দেশের মুখ উজ্জ্বল করেছেন অস্কারের মঞ্চেও। সাধারণ ভাবে নিজের কাজের জন্যই প্রচারের আলোয় থাকেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। স্বভাবজাত কারণে স্বল্পভাষী হওয়ায় ক্যামেরার সামনে বেশ মুখচোরা তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই বেশি কথা বলতে পছন্দ করেন না।