Pakistan team coach sacked, Aqib Javed in charge
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: পাকিস্তান যেন বদলেও বদলাতে চায়না। গত টি২০ বিশ্বকাপের সময়ই পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গ্যারি কার্স্টেন। কিন্তু ৫ মাস কাটতে না কাটতেই কার্স্টেন বুঝে যান পাকিস্তানে তাঁর থাকা সম্ভব নয়। এরপরই তিনি সরে দাঁড়িয়েছিলেন। দায়িত্ব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ান তারকা জ্যাসন গিলেসপিকে। তিনি এসেই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ওডিআই সিরিজে চ্যাম্পিয়ন করেন পাকিস্তান দলকে। আরও বড় বিষয় হল, গিলেসপি সাদা বলের দায়িত্ব নিতেই ফর্মে ফেরেন হরিস রাউফ। সম্প্রতি নিয়েছিলেন ৫ উইকেট এক ইনিংসে। কিন্তু টি২০ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হারতেই ছাঁটাই হলেন গিলেসপি। দায়িত্বে এলেন পাকিস্তান দলেরই নির্বাচক আকিব জাভেদ।