Aparna Sen humiliated while entering RG Kar Hospital
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ছিল আরজি করে চিকিৎসক খুন এবং ধর্ষণ কাণ্ডে বুদ্ধিজীবীদের মিছিল। এতদিন চুপ থাকার পর অবশেষে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে মিছিলে পা মেলান বিভিন্ন বুদ্ধিজীবী, যদিও তাতে অনেক চেনা মুখই ছিলেন না। এরই মধ্যে দীর্ঘদিনের চলচিত্র পরিচালক অপর্ণা সেন সরাসরি মিছিলে না হেঁটে আরজি করে চলে আসেন। সেখানে বিক্ষোভরত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গেলেই তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেয় সিপিআইএম কর্মীরা। তাঁকে চটিচাটা বুদ্ধিজীবী তকমাও দেওয়া হয়, যা নিয়ে বেজায়রকম বিড়ম্বনায় পড়েন অপর্ণা সেন। আসলে শেষ কয়েকদিন ধরেই বুদ্ধিজীবীদের এই বিষয় নিয়ে নীরব থাকা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, এরই মধ্যে যেদিন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল সেদিন তাঁদের মিছিল খুব একটা ভালো চোখে নেয়নি অনেকে। কারণ এমন নির্মম ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে এত সময় লাগল বুদ্ধিজীবীদের, সেই কারণেই অপর্ণা সেনের উদ্দেশ্যে কটুক্তি করল কয়েকজন।