Uproar in the Assembly over the Aparajita bill
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিধানসভায় অপরাজিতা বিলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে গেল। এরপরই ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হলেন বিজেপি বিধায়করা। সভাকক্ষের ভিতরেই তাঁরা স্লোগান দিতে থাকেন দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কিছুক্ষণ অপেক্ষা করার পর শুভেন্দু অধিকারীসহ বাকিরা চুপ না করায় তাঁদের ধমক দিলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। রাজ্যে অপরাজিতা বিল পাস করানোর জন্য এদিন বিধানসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সামনেই হইহট্টগোল করে বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী দাবি করেন, অপরাজিতা বিল আসলে আই ওয়াশ। আদতে দোষিদের শাস্তি চায় না এই রাজ্য সরকার।