Anwar Ali will enter the field on Sunday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: স্বস্তি পেলেন আনোয়ার আলি। কেরল ব্লাস্টার্সের বিপক্ষেই মাঠে নামবেন ইস্টবেঙ্গলের এই তারকা ডিফেন্ডার। মোহনবাগানের সঙ্গে দীর্ঘ টালবাহানার পর বৃহস্পতিবারই এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র তুলে দিল। এর ফলে লালহলুদ জার্সি গায়ে মাঠে নামার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না লালহলুদের এই তারকা ফুটবলারের। চলতি মাসের শেষের আগেই ফের এআইএফএফের পিএসসির শুনানি রয়েছে, সেখানে অবৈধভাবে চুক্তিভঙ্গের জন্য আনোয়ার বা ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। তবে রবিবারই অভিষেক হতে পারে তাঁর।