Anwar Ali to East Bengal on a five-year deal
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইস্টবেঙ্গলে যোগ দিলেন জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি। লালহলুদের ক্রীড়াবিদবসের দিনই সরকারিভাবে তাঁর সঙ্গে চুক্তির বিষয়টা সামনে আনল লালহলুদ। দিল্লি এফসির থেকে পাঁচ বছরের চুক্তিতে আনোয়ার আলিকে দলে নিল ইস্টবেঙ্গল ক্লাব। এতদিন মোহনবাগানে আনোয়ারের দল ছাড়া নিয়ে বিতর্ক কম হয়নি। ২২ অগাস্ট ছিল এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক। তার আগেই জাতীয় দলের এই ডিফেন্ডারকে সেই করিয়ে নিল লালহলুদ। পরিস্থিতি যা, তাতে রবিবার ডার্বিতেও মোহনবাগানের বিপক্ষে নামানো হতে পারেন ইস্টবেঙ্গলের নয়া ডিফেন্ডারকে । তিনি নিজেও বাগানের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিযান শুরু করতে মুখিয়ে রয়েছেন। তাঁকে দলে নিয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার পাশাপাশি ধারাবাহিকতাও রয়েছে আনোয়ারের, তাঁর দলে যোগ দেওয়ায় দল শক্তিশালী হবে।