The Delhi court stayed the order of AIFF. AIFF’s Players Status Committee meeting on Anwar on Saturday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আনোয়ার আলিকে নিয়ে সরাসরি কোনও রায় দিতে পারল না দিল্লি আদালত। তাঁরা এআইএফএফের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে দিলেন। ফলে আনোয়ার আলি বর্তমানে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কারোরই ফুটবলার রইলেন না। তাঁকে নিয়ে ফের শনিবার এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক ডাকা হয়েছে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে আনোয়ার আলির ভবিষ্যৎ নিয়ে। আলাদত এদিন এআইএফএফের আইনজীবীকে প্রশ্ন করে কেন ইস্টবেঙ্গলকে শাস্তির বিরুদ্ধে আবেদনের সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি আদালত এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির গোটা রায়ের ওপর স্থগিতাদেশ দেয় বলে দাবি জানান রঞ্জিত বাজাজ।