There is a meeting of the AIFF Players Status Committee on Anwar Ali on Friday. There fate will be determined
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার রয়েছে আনোয়ার আলিকে নিয়ে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাশ কমিটির বৈঠক। সেখানেই ভাগ্য নির্ধারণ হবে বাগানের এই ডিফেন্ডারের। আনোয়ারকে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকেও মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় । সেই প্রশ্নের উত্তরে ঠিক আনোয়ারের বিষয়টা খোলসা করতে চাইলেন না তিনি। তবে দল যে তাঁকে রাখতে চাইছে সেটা তিনি স্পষ্ট করেই জানালেন। কিন্তু অনিচ্ছুক ঘোড়া হলে তাঁর সিদ্ধান্ত যে নেবেন কোচ, টিম ম্যানেজমেন্টই। তাই আনোয়ারকে মিষ্টি ছেলে এবং টিম ম্যান বলেই তাঁর প্রতি দলের ভালোবাসা এবং ভরসার কথা বোঝাতে চাইলেন সঞ্জীব গোয়েঙ্কা। মনে করা হচ্ছে এত বড় ব্যবসায়ী একজন ফুটলবলারকে নিয়ে করা এমন মন্তব্য বরফ গলাতে পারে আনোয়ারের মনেও। কারণ সচরাচরই কোনও দলের মালিক সরাসরি এভাবে ফুটবলারের প্রশংসা করে তাঁকে দলে রাখতে চায়নি, যা সঞ্জীব গোয়েঙ্কা করলেন। ফলে শুক্রবারের আগেও একটা সম্ভবনা থাকছে বাগানের সঙ্গে আনোয়ারের কথা শুরুর।