Anubrata Mondal is returning home before the puja, he got bail in the cow smuggling case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ১১ অগস্ট গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আজ, ২০ সেপ্টেম্বর ২০২৪ জামিন মেলেন তিনি।
গরু পাচার কাণ্ডে জামিন পেলেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি। ১০লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রত মণ্ডলের জামিল মঞ্জুর করেছে দিল্লি রাউস এভিনিউ আদালত। তবে শুক্রবার তিনি তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন না অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত।মেয়ে সুকন্যার পর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন।
এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত বোলপুরের তৃণমূল শিবির। জেলা নেতৃত্বের অনুমান, বীরভূমে অনুব্রত ফিরলে ফের জেলা সভাপতি হিসেবে দলের কাজ করবেন। তাঁর জেলযাত্রার ২ বছর কেটে গেলেও ওই পদে কাউকে বসাননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার বলেছেন, অন্যায়ভাবে অনুব্রতকে জেলবন্দি করা হয়েছে। তাঁর মুক্তি আসন্ন।