Anubrata Mondal appeared at the CAB event
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সিএবির অনুষ্ঠানেই হঠাৎই করে হাজির নাকি অনুব্রত মণ্ডল, এমনই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ময়দানে। এমনিতেই সদ্য নৈহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোটে জেতানোর জন্য তিন প্রধানের কর্তারা মিলে মিশে গেছেন। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি, যে কোনও ফুটবল দল সরাসরি রাজনৈতিক দলের সমর্থন করছে। এরই মধ্যে বিরভূম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত এক ক্রিকেট প্রতিযোগিতার অনুষ্ঠানে এক সঙ্গে দেখা যায় অনুব্রত মণ্ডল এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। এরপরই ডানা বাঁধে রহস্য, তাহলে কি এবার ক্রিকেটেও সরাসরি রাজনীতি ঢুকে পড়ল। যদিও স্নেহাশিস সেই দাবি উড়িয়ে জানিয়েছেন, এটা সিএবির অনুষ্ঠান ছিল না। তাই এক্ষেত্রে কারা আসবেন অতিথি হিসেবে সেটা জানার দায়ও তাঁর নেই।