Habas will be with Mohun Bagan in the Mumbai City FC match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : মুম্বাই সিটি এফসি ম্যাচেই মোহনবাগান কোচের হটসিটে বসতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস। এখনো পুরোপুরি সুস্থ না হলেও আগের থেকে ভালো রয়েছেন তিনি। সোমবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের ডাগ আউটে থাকবেন এই স্প্যানিশ কোচ। এই ম্যাচ জিততে পারলে শিল্ড জিতবে সবুজ মেরুন শিবির। বহুকাঙ্খিত লিগ শিল্ড। বেঙ্গালুরুকে হারানোর পর যা হাতের নাগালে চলে এসেছে। শেষ ম্যাচে জিততে পারলেই শিল্ড বাগানের। ফলে এই ম্যাচের গুরুত্ব বুঝেই ফুটবলারদের সঙ্গে ডাগ আউটে বসতে চলেছেন তিনি। মোহনবাগানের সহকারি কোচ ম্যানুয়াল পেরেজ জানিয়েছেন, আগের থেকে কিছুটা ভালো রয়েছেন হাবাস । শনিবারই তিনি অনুশীলনে আসতে পারেন। ম্যাচের আগে যদি হাবাস দলের সঙ্গে যোগ দেয় তাহলে দলের মানসিকতা আরো আক্রমণাত্মক হবে মুম্বাইয়ের বিরুদ্ধে তা বলাই বাহুল্য। কারণ মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করলে হবে না, জিততেই হবে বাগানকে।