In Andhra Pradesh, the patient was severely beaten by the hair of the female doctor!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চলছে দেশব্যাপী আন্দোলন। এই আবহে প্রকাশ্যে এল অন্ধ্রপ্রদেশের হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার ভিডিয়ো।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতির এক হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের ওই সিসিটিভি ফুটেজ সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল)। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের মধ্যেই এক জুনিয়র চিকিৎসকের চুলের মুঠি ধরে মারছেন এক রোগী! হাসপাতালের বিছানার স্টিলের কাঠামোয় ওই চিকিৎসকের মাথা ঠুকে দিচ্ছেন তিনি। চোখের সামনে এই ঘটনা দেখে ছুটে আসেন সেখানে থাকা অন্যান্য চিকিৎসকরা। ওই রোগীকে জোর করে ধরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। অতর্কিত এই হামলায় রীতিমতো আতঙ্কিত ওই চিকিৎসক। আহত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।ওই চিকিৎসক সংশ্লিষ্ট হাসপাতালে ইন্টার্ন হিসাবে কাজ করেন।
শনিবারের ঘটনায় মাথায় চোট পেয়েছেন তিনি। ঘটনার পরেই প্রতিষ্ঠানের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘শনিবার জরুরি বিভাগে কর্মরত অবস্থায় এক রোগী পিছন থেকে এসে আমায় মারতে শুরু করেন। আমার চুলের মুঠি ধরে বিছানার ফ্রেমে সজোরে মাথা ঠুকতে থাকেন। ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তারক্ষীও উপস্থিত ছিলেন না।’’