November 8, 2024 9:20 pm

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 8, 2024 9:20 pm

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Andhra Pradesh and Telangana: ‘আসনা’র প্রভাবে ব্যাপক বৃষ্টি অন্ধ্র-তেলেঙ্গানায়, উদ্ধারকাজ চলছে, বাতিল শতাধিক ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Cyclone Asna lashed Andhra Pradesh and Telangana with heavy rains

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে নাজেহাল দক্ষিণের দুই রাজ্য । অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ৷ এর মধ্যে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং গুন্টুর শহরে প্রবল বৃষ্টি বিপর্যস্ত জনজীবন ৷ এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

ভারী বর্ষণের জেরে নদী ও বিভিন্ন বাঁধ উপচে পড়েছে । বিজয়ওয়াড়া শহরে দুই দশক ধরে এমন রেকর্ড বৃষ্টি হয়নি ৷ শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে অনেক এলাকা ও সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে ৷ বন্যার জেরে জাতীয় সড়কে আটকে পড়েছে যানবাহন ।দুর্যোগের জেরে এই রাজ্যের অন্তত শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সোমবার সকালে বৃষ্টি কিছুটা থামলেও আবহাওয়া দপ্তরের তরফে এখনও সতর্কতা জারি করা রয়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জোর কদমে উদ্ধারকাজ চালিয়ে যেতে নতুন করে এনডিআরএফের আরও ২৬টি দলকে পাঠানো হয়েছে বিপর্যস্ত এলাকাগুলিতে। ভারী বর্ষণে সবচেয়ে খারাপ অবস্থা বিজয়ওয়াড়া জেলার গ্রামীণ অংশে। এখানকার আম্বাপুরম, নয়নাভরম, নুন্না এবং পাথাপাডু ভেসে গিয়েছে।

দুই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও রেবন্ত রেড্ডিকে ফোন করে গোটা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন।ত্রাণ বিলি করতে আধুনিক প্রযুক্তি, ড্রোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতিতে প্রায় ১৭হাজার মানুষকে উদ্ধার করে অন্যত্র সরান হয়েছে। শুধুমাত্র বিজয়ওয়াড়াতে ২.৭৬ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত।

এদিকে তেলেঙ্গানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হায়দরাবাদ। শহরের একাধিক জায়গা চলে গিয়েছে জলের তলায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সমস্ত স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে।হায়দরাবাদ-সহ তেলেঙ্গানার অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে । প্রায় সব জেলাতেই মুষলধারে বৃষ্টি হয়েছে । আইএমডি তেলেঙ্গানার আদিলাবাদ, নির্মল, নিজামবাদ, কামারেডি, মাহাবুবনগর, নাগারকুরনুল, খাম্মাম ওয়ানাপার্টি, নারায়ণপেট, জোগুলাম্বা গাদওয়াল, মাহবুবাবাদ, জানগাঁও, সূর্যপেট জেলায় 2 সেপ্টেম্বর পর্যন্ত একটি নতুন লাল সতর্কতা জারি করেছে ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top