Krishnanagar BJP candidate Amrita Roy exploded the bomb after losing the election.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোটে হারতেই বোমা ফাটালেন কৃষ্ণনগরের বিজেপির হয়ে লড়াই করা অমৃতা রায়। ঘটা করেই তাঁকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে টিকিট দিয়েছিল বিজেপি, আশা করেছিলেন জিতে আসতে পারবে কৃষ্ণনগরের রাজমাতা। কিন্তু জিততে পারেননি তিনি, বরং কয়েক মাস আগে সাসপেন্ড হওয়া সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিপুল ভোটেই পরাজিত হয়েছেন তিনি। হারের পরই তিনি সম্প্রতি মুখ খুলেছেন। জানিয়েছেন নদিয়ার বিজেপি নেতাদের কথা শুনতে গিয়েই তাঁর এই পরিণাম হয়েছে। এর থেকে নিজের বুদ্ধিতে লড়লে তাঁর ফল অনেক ভালো হত বলে দাবি করেছেন রাজ পরিবারের এই সদস্য। তাঁর হয়ে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কিন্তু হারতেই নিজের দলের একাংশের বিরুদ্ধেই ফোঁস করে উঠলেন কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী।