Trinamool cannot win elections with syndicate, Shah warns, corrupt people must go to jail
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গরু পাচারের অভিযোগে বছর দুই আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। চব্বিশের লোকসভা নির্বাচনে বীরভূমের দাঁড়িয়ে সেই ইস্যুকেই নিশানা করলেন অমিত শাহ। তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডলের নাম করে পাচার ইস্যুতে তৃণমূলকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার রামপুরহাটে নির্বাচনী জনসভা থেকে শাহ বললেন, ”এখানকার একজন তিহাড় জেলে হাওয়া খাচ্ছেন। গরু, কয়লা, বালি পাচার এখনও যাঁরা করে চলেছেন, তাঁরা শুধরে যান। নইলে তাঁদের অবস্থাও অনুব্রতর মতো হবে।”বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে রামপুরহাটে ভোটপ্রচার করতে গিয়ে অমিত শাহ বলেন, অনুব্রত মণ্ডল এখানে অবৈধ কারবার চালাতেন। বীরভূমে ভয় দেখাতে বোমাবাজি চলে। কয়লা, গরু, বালি পাচার সব হচ্ছে তৃণমূলের আমলে।এসব সিন্ডিকেট দিয়ে ভোটে জিততে পারবে না তৃণমূল।”