Union Home Minister Amit Shah in Kolkata ahead of Diwali
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগেই কলকাতা আসার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর তিনি রাজ্যে আসছেন। জানা গিয়েছে, দলের কোর কমিটির সঙ্গে আলাদা করে বৈঠকে করতে পারেন শাহ।
জানা গিয়েছে, ২৪ অক্টোবর তিনি কলকাতায় এসেই বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।দলের সাংসদ, বিধায়ক-সহ বিভিন্ন স্তরের বাছাই করা নেতা কর্মীরা উপস্থিত থাকবেন ওই কর্মসূচিতে। সল্ট লেকের ইজেডসিসিতে এই কর্মসূচি হওয়ার কথা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই শাহর কর্মসূচির জন্য দলের অন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। তবে শুধু সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনাই নয়, রাজ্যে দলের পরবর্তী কর্মসূচি নিয়েও নির্দেশ দিতে পারেন শাহ। দলের কোর কমিটির সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি।