November 9, 2024 3:47 pm

২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 9, 2024 3:47 pm

২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

All india Bjp election updates সারা দেশ জুড়ে:ফের ধাক্কা গেরুয়া শিবিরে। ১৩ উপ নির্বাচনে মাত্র ১টি আসন পদ্মের ঝুলিতে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Another blow to the ocher camp. Out of 13 seats in the country, only 1 seat is held by Padma.

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্কলোকসভা নির্বাচনের থেকেও বিধানসভা উপ নির্বাচনে খারাপ ফল করলো বিজেপি। সারা দেশের সাত রাজ্যের ১৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে। একটি আসনে এগিয়ে নির্দল প্রার্থী আর বাকি এগারোটি আসনেই এগিয়ে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীরা।


লোকসভা নির্বাচনের একমাসের মধ্যে দেশের ৭ রাজ্যের ১৩ বিধানসভা আসনের উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি। এই ১৩ কেন্দ্রের মধ্যে শুধু টিমটিম করে জ্বলছে হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভা। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী আশীষ শর্মা ১,৫৭১ ভোটে হারিয়েছেন জাতীয় কংগ্রেস প্রার্থী পুষ্পিন্দর ভার্মাকে।

হিমাচল প্রদেশের বাকি দুটি আসনের মধ্যে ‘দেহড়া’ থেকে ৯,৩৯৯ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কমলেশ ঠাকুর। পাশাপাশি ‘নালাগড়’ বিধানসভা কেন্দ্রে মোট ৯ রাউন্ডের মধ্যে ৯ রাউন্ড গননার পর কংগ্রেস প্রার্থী হরদীপ সিং বাওয়া বিজেপি প্রার্থীকে ৮,৯৯০ ভোটে পরাজিত করেছেন। এছাড়া বিহারের রুপাউলি কেন্দ্র থেকে বিজেপির সহযোগী জেডি(ইউ) প্রার্থী কলধর প্রসাদ মন্ডলের থেকে ১২(মোট ১২) রাউন্ডের গননার পর নির্দল প্রার্থী শংকর সিং এগিয়ে রয়েছেন ৮,২০৪ ভোটে।

পঞ্জাবের একটিমাত্র আসন ‘জলন্ধর পশ্চিম’ কেন্দ্রের উপনির্বাচনে আপ (AAP) জয়ী হয়েছে। তামিলনাড়ুর ‘ভিকরাভন্ডি’ কেন্দ্রে ‘ইন্ডিয়া(INDIA)’ জোটের ‘ডিএমকে(DMK)’ জয়ের দোরগোড়ায়। তাৎপর্যপূর্ণ ফলাফল দেখা যাচ্ছে দেবভূমি উত্তরাখণ্ডের দুই কেন্দ্রে। এই রাজ্যের ‘বদ্রিনাথ’ ও ‘মঙ্গলৌর’, দুই আসনেই বিজেপির থেকে এগিয়ে জাতীয় কংগ্রেস। তবে মঙ্গলৌর কেন্দ্রে কড়া লড়াই দিচ্ছেন বিজেপি প্রার্থী কর্তার সিং বদানা। এই কেন্দ্রের গননা শেষে দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থী ৪২২ ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন। তবে এত কম মার্জিন থাকায় কমিশন এখনও এই কেন্দ্রের ফল ঘোষণা করে নি। বিজেপির আপত্তিতে সম্ভবতঃ পুনরায় গননা হতে পারে এই কেন্দ্রে। এছাড়া পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই বিজেপিকে পর্যুদস্ত করে জয়ি হয়েছেন তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী। তৃতীয় বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় (শরিকি নির্ভর হলেও) আসার একমাসের মধ্যে দেশের সাত রাজ্যের ফলাফল বিজেপিকে যে যথেষ্ট অস্বস্তিতে ফেললো, তা বলাই যায়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top