A pair of hippos and a pair of swamp deer are new members of the Alipore Zoo
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার দুপুরে ওড়িশার নন্দনকানন থেকে সড়ক পথে রওনা দিয়েছিল একজোড়া জলহস্তি ও একজোড়া সোয়াম্প ডিয়ার। সোমবার সকালে আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছায় তারা।
পুজোর আগে দর্শকদের আকর্ষণের জন্য নন্দনকানন থেকে একগুচ্ছ সদস্য আলিপুরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য জু অথরিটি। গত সপ্তাহে আলিপুরের একটি দল জলহস্তি এবং সোয়াম্প ডিয়ারদের আনতে নন্দনকানন যান। সঙ্গে আলিপুর থেকে দুটি জিরাফও নিয়ে গিয়েছিলেন।
রাজ্য জু অথরিটি সূত্রে খবর, নন্দনকানন থেকে আরও চারটি সদস্য এসেছে। এদের মধ্যে রয়েছে একটি পুরুষ ও একটি স্ত্রী জলহস্তি। এছাড়া দুটি সোয়াম্প ডিয়ার নিয়ে আসা হয়েছে। আপাতত তারা কোয়ারেন্টাইনে রয়েছে। কোয়ারেন্টাইন পর্ব শেষে তাদের দর্শকদের সামনে নিয়ে আসা হবে। বাঘ, সিংহ, ভল্লুক, হিপোর পর আলিপুরে এবার জেব্রা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।