Alia does not know Kishore Kumar, Ranveer revealed his wife’s secret
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। আলিয়ার প্রশ্নে চক্ষু চড়কগাছ সকলের। এমন মহান ব্যক্তিত্বকে নাকি চেনেনই না অভিনেত্রী?রণবীর কাপুর সম্প্রতি গোয়ায় একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেন। সেই সময়, অভিনেতা তাঁর স্ত্রী অর্থাৎ আলিয়া ভাটের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথাও বলেছিলেন। রণবীর জানান, প্রথম দেখায় আলিয়া তাঁকে কী প্রশ্ন করেছিলেন। আলিয়া নাকি চিনতেনই না কিশোর কুমারকে। তাই রণবীরকে জিজ্ঞাসা করেছিলেন কে কিশোর কুমার? আলিয়ার এই প্রশ্নে চমকে গিয়েছিলেন রণবীর।সেখানে উপস্থিত লোকজনও রণবীরের কথা শুনে অবাক। কিশোর কুমার এমন এক জনপ্রিয় নাম, যাঁকে গোটা পৃথিবী চেনে। সকলের কাছে সমান জনপ্রিয় তিনি। তাই আলিয়ার এমন কথা শুনে অনেকেই অবাক। রণবীর বলেছিলেন, নতুন প্রজন্ম এলে লোকেরা পুরোনোদের ভুলে যায়। যে কারণে আলিয়ার সঙ্গেও হয়তো একই ঘটনা ঘটেছিল এবং তাই তিনি জানতেনই না কে কিশোর কুমার।