Alcohol is getting expensive. Both India Made Foreign Liquor and Foreign Made Liquor may increase the price.
রাজ্য
নিজস্ব সংবাদদাতা : আরও দামি হচ্ছে মদ। পুজোর আগে মাথায় হাত সুরাপ্রেমীদের। ইন্ডিয়া মেড ফরেন লিকার এবং বিদেশে তৈরি মদ, দুই ক্ষেত্রেই মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। অগাস্ট থেকেই এই মূল্য কার্যকর হতে পারে। দেশি মদ বোতল পিছু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে। প্রতি বছরই বাজেটের পর নেশার সামগ্রীর দাম বাড়ে। চলতি বছরের বাজেটে দাম বাড়ছে সিগারেটের। আবগারি দপ্তর সূত্রে খবর, এবার দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দফতরের দ্বারস্থ হয়েছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। যদিও আবেদনে এখনও সাড়া মেলেনি । মদের উপর শুল্ক বাড়াতে চাইছে আবগারি দফতর।
৬০০ মিলি দেশি মদের বোতলের দাম ১৫৫ টাকা। মূল্যবৃদ্ধির পর তা ১৬০ টাকা হতে পারে
৩০০ ও ৩৫০ মিলি বোতলের দাম ৮০ টাকা। তা বেড়ে ৯০ থেকে ১০০ টাকা হতে পারে
১৩৫ টাকার বিয়ার মূল্যবৃদ্ধির পর ১৫০ টাকা হতে পারে
ইন্ডিয়া মেড ফরেন লিকারের দামও বোতল প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়তে পারে
গত অর্থবর্ষে মদ বেঁচে রেকর্ড আয় করেছিল রাজ্য। পরিসংখ্যান অনুযায়ী , ২০২১ – ২২ আর্থিক বর্ষে ১৮ হাজার কোটি টাকার মদ বিক্রি করে প্রায় ১১ হাজার কোটি টাকা আয় করেছিল রাজ্য। ২০২৩ – ২৪ আর্থিক বর্ষে আয় বেড়ে হয় ২৩ হাজার কোটি টাকা।