Akhilesh Yadav spoke on stage. He said, “First of all, I thank your CM”, “I have come to Kolkata on the invitation of the CM of Bengal.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ ২১ জুলাই। শহিদ স্মরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সভা। একুশের মঞ্চে বক্তব্য রাখেন অখিলেশ যাদব। বললেন, “সবার প্রথমে আপনাদের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানায়”, “বাংলার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কলকাতায় এসেছি। দলের নেতাকর্মীদের সঙ্গে দিদির নিবিড় সম্পর্ক।”
তিনি আরও বলেন, “আজকের দিন শহীদ কর্মিদের জীবনকে মনে করার দিন। সব রাজনৈতিক দলের এমন সৌভাগ্য হয় না, যে দলের কর্মিরা দলের জন্য জীবন পর্যন্ত দিতে পারেন। কর্মিরা কখনো ছোটো হন না, তারাই দলের সবচেয়ে বড় নেতা হোন। যে দলের এমন অবস্থা থাকে, সেই দলের বর্তমান যেমন মজবুত থাকে তেমনি ভবিষ্যত মজবুত হয়”। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অখিলেশ বলেন, “যখন দিদিকে আমি দেখেছিলাম যে পায়ে প্ল্যাস্টার থাকা সত্ত্বেও মানুষের জন্য কিভাবে উনি লড়াই করে যাচ্ছেন। এইরকম নেতা কম দেখা যায়, যিনি জীবন হাতে নিয়ে কর্মিদের জন্য কাজ করে যান।”