Brother Akhilesh is coming on the stage on July 21, responding to Didi Mamata’s call
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই একুশে জুলাই। শহিদ তর্পণ করবেন তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীরা। লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এবং উপনির্বাচনে ফলাফলে বিজেপিকে বাংলার মাটিতে পর্যদুস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকবে সেটা অনুমান করা হচ্ছিল। এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। আগামীকাল, রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে থাকছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে বিজেপিকে ধরাশায়ী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবার সাড়া দিয়ে রবিবার কলকাতায় আসবেন অখিলেশ।
এই আবহে অখিলেশ যাদবের উপস্থিতি একুশে জুলাইকে সর্বভারতীয় চেহারা দেবে। এই সমাবেশে আর কারা আসছেন সেটা খোলসা করেননি তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে অখিলেশের মতো অনেক নেতারাই এবার এখানে আসছেন বলে সূত্রের খবর। বিজেপি থেকে দু’জন সাংসদ যোগ দিতে পারেন বলে ইঙ্গিত আগেই দেন কুণাল ঘোষ। সুতরাং এবারের একুশে জুলাই অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে।