Controversy over Akhilesh Yadav’s demand for DNA test in Ayodhya gang rape case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অযোধ্যা গণধর্ষণ মামলায় অভিযুক্তদের ডিএনএ পরীক্ষার দাবি করেন। তাঁর এ দাবিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।এই ঘটনায় অখিলেশ ট্যুইট করে বলেছেন, অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করে সঠিক বিচার দেওয়া যাবে। শুধু অভিযোগ তুলে ও রাজনীতি করে এটা হবে না।
অভিযোগ, একটি ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে দুজন। এই ঘটনায় এক সমাজবাদী পার্টির সদস্য মইন খান ও অন্য একজনকে গ্রেফতার করেছে পুলিশ।অযোধ্যা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত সপা নেতা হলেন মইন খান।
সমাজবাদী পার্টির তরফে ট্যুইট করে বলা হয়েছে, বিজেপি সরকার অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করে সঠিক বিচার করুক। বরং রাজনীতি করা বন্ধ করুক। আইন অনুযায়ী দোষীকে কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু ডিএনএ পরীক্ষার পর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে এই ঘটনায় জড়িত সরকারি আধিকারিকদেরও ছাড়া উচিত হবে না। সরকার নির্যাতিতাকে সাহায্য করার পরিবর্তে সমাজবাদী পার্টিকে বদনাম করতে ব্যস্ত।