A musician and his sister were molested on Tuesday night in an elite hotel in Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার ফের কলকাতায় উঠল নারি নির্যাতনের ঘটনা। বিগত কয়েকদিন ধরেই আরজি কর কাণ্ডের জেরে উত্তপ্ত গোটা রাজ্য। প্রতিবাদ চলছে, মহিলা নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত চলছে ধর্না। এরই মধ্যে কলকাতার এক অভিজাত হোটেলে মঙ্গলবার রাতে শ্লিলতাহানির শিকার হলেন এক সংগীতশিল্পি এবং তাঁর বোন। তাঁরা প্রথমে হোটেলে বিষয়টি জানান, এরপর পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তদের মধ্যে অরুণ কুমার কর্মসূত্রে থাকেন ইতালিতে। আরেক অভিযুক্ত রিঙ্কু গুপ্তা থাকেন বৌবাজার এলাকায়। সেই সংগীতশিল্পি ভারতের জনপ্রিয় শোতে গান করেছেন। তাঁরা বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিতে গেছিলেন হোটেলে। সেখানেই জোর করে তাঁদের ছোঁয়ার চেষ্টা করেন সেই দুই অভিযুক্ত। হোটেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি।