Afghanistan beat South Africa to win the ODI series
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: দঃ আফ্রিকাকে দ্বিতীয় একদিনের ম্যাচেও হারিয়ে দিল আফগানিস্তান। প্রথম একদিনের ম্যাচে আগেই তাঁদের হারিয়ে চমক দেখিয়েছিল আফগানরা। এবার প্রোটিয়াদের দ্বিতীয় ম্যাচেও কার্যত পর্যুদস্ত করলেন আফগান ক্রিকেটাররা। রশিদ খান বল হাতে যেমন নজর কাড়লেন, তেমনই দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাট হাতে অনবদ্য পারফরমেন্স করলেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি দুরন্ত শতরান করে দলকে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তান তোলে ৩১১ রান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে টেম্বা বাভুমা, আইদেন মার্করামরা। কেউই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি আফগান বোলারদের সামনে। মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায় দঃ আফ্রিকা, ফলে ১৭৭ রানের বিপুল ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ ২-০ পকেটে পুড়ে নিল আফগানিস্তান।