The umpires were forced to abandon the day’s game due to a bad outfield.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্টে বল গড়ালো না তৃতীয় দিনেও। আশা করা হয়েছিল বৃষ্টি না পড়লে হয়ত শেষ তিন দিনের খেলা হবে। কিন্তু খারাপ আউট ফিল্ডের জন্য আম্পায়াররা বাধ্য হয়ে এদিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন। স্ট্যান্ড ফ্যান দিয়ে মাঠের ভিতরের জল শুকোনোর চেষ্টা করা হলেও আদতে দেখা যায় সেই প্রক্রিয়া কাজে লাগছে না। এদিকে মাঠে তেমন কোনও পরিকাঠামো ছিল না যাতে মাঠের জল শুকানো যাবে, পর্যাপ্ত সুপার সপার ছিল না। এমন মাঠে আন্তর্জাতিক ম্যাচ দেওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়েছে বিসিসিআই। মাঝে যা হল, তিনদিনের মাথায় টস করে ম্যাচ আর শুরু করা গেল না নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ওয়ান অফ টেস্টে।