Adhir Chodhuri is upset with the Congress high command
রাজ্য
নিজস্ব সংবাদদাতা : প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর দলের সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অধীর চৌধুরী। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম নিয়ে ঘুরিয়ে কটাক্ষ করলেন অধীর। বহরমপুরের সিংহাসন হারা বাদশা ঘুরিয়ে কী হাত ছাড়ার বার্তাই দিলেন? কংগ্রেসের হাই কম্যান্ডের বিরুদ্ধে ফের একবার নিজের অসন্তোষের কথা জানালেন প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরি। বহরমপুরের প্রাক্তন সাংসদের সঙ্গে দীর্ঘদিন ধরেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের ঠান্ডা লড়াই চলছে। একসময় লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন, কিন্তু ইন্ডিয়া জোটে তৃণমূলের থাকা নিয়ে তিনি প্রশ্ন তুলতেই হাইকম্যান্ডের রোষের মুখে পড়েন তিনি। সোমবার এআইসিসির বৈঠকে তাঁকে ডাকা হলেও সেখানে অধীর চৌধুরিকে প্রাক্তন সভাপতি হিসেবে চিহ্নিত করে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম মির। তাঁকেও একহাত নিয়ে অধীর চৌধুরী বলেছেন, যিনি বৈঠক ডেকেছেন তিনি রাজ্যটাকে চেনেননা। যাদের টাকা হয়েছে বৈঠকে, তাঁরা কোনও আন্দোলনেই থাকেননা।
এখনও তৃণমূলের হাতে তাঁর দলের কর্মীরা মার খাচ্ছেন, সেটা দেখে তিনি চুপ করে থাকতে পারবেন না। নিজের লড়াই চালিয়ে যাবেন। এছাড়াও তিনি দাবি করেন, যে আগেই প্রদেশ সভাপতির পদে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন, কিন্তু তা গ্রহণ হয়েছে কিনা সেটা তিনি জানেন না। অথচ তাকে প্রাক্তন সভাপতি হিসেবে এআইসিসির বৈঠকে অভিহিত করা হওয়ায়, তিনি হতবাক।