What did actress Swastika Mukherjee say about the rape and murder of a doctor at RG Kar Hospital?
কলকাতা
মুনমুন রায়, প্রতিনিধি :আর জি করের মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা। আর এই ঘটনাকে কেন্দ্রকরে মুখ খুলেছেন স্বস্তিকা মুখার্জি থেকে অনুপম রায়। অনুপম এবিষয় নিয়ে যেমন গান বেধেছেন। স্বস্তিকা তেমনি সোজা বাংলা ভাষায় জানতে চাইলেন আমরা ‘যাব কোথায়?’অভিনেত্রী যে কোন বিষয়ে সরব সমাজ মাধ্যমে। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের কোটা আন্দোলনে, সেদেশের যুবপ্রজন্মের পাশে থাকার কথা শুনিয়েছিলেন সমাজমাধ্যমে।আর এবার তিনি আর জি কর মেডিকেল কলেজের বিচার চেয়ে লিখলেন… ‘ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে ভুল সময় ভুল জায়গায় ছিল বলে, তার দিকে আঙুল তুলবো না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়। যাব কোথায়?’ স্বস্তিকা তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, যতবার এ রাজ্যে মেয়েদের সঙ্গে অন্যায় হয়েছে, ততবারই কোনো না কোনোভাবে মেয়েদেরকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। কখনো বলা হয়েছে, তার পোশাক ঠিক ছিল না। কখনো বলা হয়েছে সে এত রাতে বাইরে কেন ছিল। এইসব নানান অজুহাতে মেয়েদের কেই দোষারোপ করা হয়েছে। কিন্তু এবার আর সেরম কোন অজুহাত নেই।