Kasbar Acropolis Mall is closed for now. Businessmen became worried.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চিন্তা বাড়ল কসবার অ্যাক্রোপলিস মলের ব্যবসায়ীদের। এখনই খোলা হচ্ছে না দক্ষিণ কলকাতার এই মল। কদিন আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই বিলাশলবহুল শপিং মলে। সকাল সকাল এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভিড়ে ঠাসা এই শপিং মলে। কেউ শপিং করতে এসেছিলেন, তো কেউ আবার সিনেমা দেখতে। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতেই এবাড় বড় সিদ্ধান্ত নিল দমকম কর্তৃপক্ষ। দমকলের ডিজি জগমোহন সেই মল পরিদর্শন করেন। এরপর জানা যায়, ঠিক কি কারণে আগুন সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খোলা যাবে না এই মল। ফলে বেশ খানিকটা ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে শপিং মলের ব্যবসায়ীদের। বিদ্যুৎ না থাকায় শপিং মলের ক্ষতিগ্রস্থ অংশ মেরামতি শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিক ছিল কিনা তা খতিয়ে দেখতে চলেছে দমকল বাহিনী।