Fire broke out again in Acropolis Mall after a gap of five months, the fire spread from the food court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের আগুন কসবার অ্যাক্রোপলিস মলে। সোমবার সাতসকালে অ্যাক্রোপলিস মলের চারতলায় ফুডকোর্টে আগুন লাগে। জানা গিয়েছে একটি মোমো-র চেইন রেঁস্তোরা থেকে হঠাতই ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়াতে শুরু করে। তবে মলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপণ ব্যবস্থার মাধ্যমেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসে যায় বলে খবর। দমকলবাহিনীকেও দ্রুত খবর দেওয়া হয়।
আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে বলে খবর। ফুডকোর্টে থাকা কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তাদের প্রচেষ্টায়, ফুডকোর্টের একটি অংশ বন্ধ করে দেওয়ার ফলে আগুনের বিস্তার ঠেকানো সম্ভব হয়।
অ্যাক্রোপলিস মলে বিভিন্ন দোকান ছাড়াও এর উপরের তলায় বহু বেসরকারি সংস্থার দফতর রয়েছে। সেখানে নিত্যদিন বহু অফিস কর্মী কাজ করেন। সপ্তাহের প্রথম দিনই অফিস আওয়ারের শুরুতে এমনটা ঘটায় হতচকিত হয়ে যান তাঁরা। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসে যাওয়ায় একদিকের প্রবেশপথ দিয়ে তাঁদের অফিসের ফ্লোরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
উল্লেখযোগ্য, মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবার একই জায়গায় আগুন লাগার ঘটনায় উদ্বেগ বাড়ছে। বিষয়টি হল, চলতি বছরই কসবার এই মলে আগুনের ঘটনা ঘটেছিল। ১৪ জুন, ২০২৪-এ অ্যাক্রোপলিস মলের চারতলার এই ফুডকোর্টেই আগুন লাগে। সেবারে যদিও আগুনের মাত্রা, এইবারের তুলনায় বেশি ছিল।