Special helmet for traffic police to avoid extreme heat – ‘AC helmet’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাড়ছে তাপপ্রবাহ। এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র এবং শুষ্ক গ্রীষ্মের পূর্বাভাস দিয়েছে। প্রাক-মৌসুমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে নেই। পূর্বাভাস দেওয়া হয়েছে এমনটাই। এই পরিস্থিতিতে সাধারণ ও চাকরিজীবী মানুষ অফিসে গিয়ে এসির মধ্যে কিংবা বাড়িতে বসে থাকতে পারবেন। কিন্তু ট্রাফিক পুলিশদের কী হবে? তাই ট্রাফিক পুলিশদের কথা ভেবেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) ভাদোদরার পড়ুয়ারা একটি অভিনব জিনিস বানিয়েছে। এসি হেলমেট।
গুজরাটের ভাদোদরা ট্রাফিক বিভাগ তার ৪৫০ পুলিশ সদস্যকে এসি হেলমেট বিতরণ করেছে। ট্রাফিক পুলিশরা এবার হেলমেট পরে তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন। জানা যাচ্ছে, হেলমেটটি হল একটি বিশেষ ব্যাটারি চালিত হেলমেট যা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট যা মাথা যেমন ঠান্ডা রাখছে, তেমনই ধুলো-ধোয়া থেকেও রক্ষা করছে।এই পরিস্থিতিতে গুজরাটের ট্রাফিক পুলিশের জন্য এমন অভিনব উদ্যোগ প্রশংসা পাচ্ছে।