Abhishek Banerjee was admitted to the hospital
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজনীতি থেকে বিরতি নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন শরীর ভালো নেই, তাই কয়েকটা দিনের জন্য সাংগঠনিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এরই মধ্যে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর আগে চোখের অস্ত্রোপচারের জন্য চেন্নাইয়ের পাশাপাশি বিদেশেও যেতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার অবশ্য চোখ নয়, শোনা যাচ্ছে পেটে একটি অস্ত্রোপচার করা হচ্ছে তাঁর। মাইক্রো সার্জারি করার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও কঠোর নিয়মের মধ্যে থাকতে বলা হবে তাঁকে। শরীরকে ভালো মত বিশ্রাম দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে চিকিৎসকদের তরফে।