Abhishek targeted Shuvendu in the sting operation case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালীর স্টিং অপারেশন কান্ডে শুভেন্দু অভিযোগের নাম জড়িয়েছে। এরপর স্টিং অপারেশনে থাকা সেই নেতা ইতিমধ্যে দাবি করেছেন ভিডিও জাল। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ও তার বিশ্বস্ত আইপ্যাক নাকি সেই ভিডিও বাজারে এনেছে। এর পেছনে কারণও আছে। কারণ সেই ভিডিয়োয় বিজেপির নেতাকে বলতে শোনা গেছিল, শুভেন্দু অধিকারী নাকি টাকা দিয়ে সন্দেশখালীতে মহিলাদের ভুয়ো ধর্ষনের অভিযোগ জানাতে বলেছিল শাহজাহানের বিরুদ্ধে। এরপর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সেই বিজেপি নেতা সরাসরি সিবিআইএর ডিরেক্টরকে এই নিয়ে মেল করেছেন। তাতেই অভিষেক ব্যানার্জি আরও সুর চড়ালেন। এত চুনো পুটি নেতারাও এখন সিবিআইয়ের ভয় দেখাচ্ছে, তা দেখে অভিষেক বন্দোপাধ্যায় বলেন,’ শুভেন্দু বাবু তো নিজে কাগজে মুড়িয়ে টাকা নিয়েছিলেন। ওসব সিবিআইএর ভয় আমায় দেখাবেন না। ক্ষমতা থাকলে আমায় সিবিআই তুলে নিয়ে যাক। এতবার ডেকেছে, গেছি তো দিল্লি। কিছু করতে পেরেছে আমার বিরুদ্ধে? ‘।