Abhishek Banerjee has now opened his mouth against the junior doctors after the death of a young man in Konnagar
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শনিবারই জুনিয়র ডাক্তারদের কার্যত খুনি তকমা দিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন আরজি কর হাসপাতালে পরিষেবা না পেয়ে কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুনের সামিল বলে সোশাল মিডিয়ায় দাবি করেছিলেন অভিষেক, তাঁর মতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণেই আরজি করে পরিষেবা পায়নি সেই পরিবার। এবার অভিষেকের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পরিষেবা দেওয়া হচ্ছে সব রোগীকেই। চিকিৎসকরা অতিরিক্ত পরিশ্রম করছে যাতে সকলে পরিষেবা পান। এক্ষেত্রে মৃত রোগীর সমস্ত চিকিৎসার নথি তাঁদের কাছে রয়েছে, যদি তথ্য কেউ জানতে চায় সেক্ষেত্রে আইনি পথেই তা আবেদন করতে পারে বলেও জানিয়েছে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ।