Abhishek Banerjee calls Commissioner for violence at RG Kar Hospital
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসাপাতালে ডাক্তারদের ওপর ফের আক্রমণ এবং তাঁদের মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে। পাশাপাশি হাসপাতালের ভিতরে ঢুকে কার্যত গুণ্ডামি করেছে একদল উন্মত্ত যুবক, যা পুলিশের পক্ষেও শুরুর দিকে প্রতিহত করা সম্ভব হয়নি। হাসপাতালে এমন ঘটনা, সাম্প্রতিককালে বিরল। বাইরে যখন সাধারণ মানুষ ব্যাপক সংখ্যায় জড়ো হয়েছিলেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনে, তখনই প্রায় ৩৫জন দুষ্কৃতি এসে ব্যাপক ভাঙচুর চালায়। এরপরই ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিন্দা করে বলেন, এবার সহ্যের সীমা পার হয়ে গেছে। তিনি সরাসরি ফোন করেন নগরপালকে এবং ব্যবস্থা নিতে বলেন।