The state’s plea was rejected by the division bench regarding the comments about Abhishek’s daughter.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। তৃণমুলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট কন্যাকে নিয়ে কয়েক সপ্তাহ আগে কুমন্তব্য করায় আটক করা হয়েছিল দুই মহিলাকে। আরজি কর কাণ্ড চলাকালিন রাজ্য সরকারের তরফে নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে রটনা রটেছিল। এরপরই সেই দুই মহিলা কুমন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে। তারপরই ডায়মন্ড হারবার থানায় দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ জানান এক মহিলা, এরপর সেই দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাঁদেরকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে পুলিশের লকআপে এই অভিযোগেই হাইকোর্টের দ্বারস্থ হন দুই মহিলা, এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এরপর ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য, যদিও সেখানেও খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন। সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।