Captain Abhimanyu Iswaran scored a century for India B team.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়া বি দলের হয়ে অনদ্য শতরান করলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। বাংলা দলের এই প্রাক্তন ক্রিকেটার অনবদ্য শতরান করে দলের হার বাঁচানোর লড়াই লড়ছেন। দলীপ ট্রফিতে ইন্ডিয়া সি দলের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলছে ইন্ডিয়া বি দল। সেখানেই তৃতীয় দিনে যখন পরপর উইকেট হারালেন সরফরাজ খান, মুশির খানরা। তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলার হয়ে খেলা এই ক্রিকেটার। দিনের শেষে অপরাজিত ১৪৩ রান করেছেন। এখনও তাঁর দল লড়ছে হার বাঁচানোর জন্য। তবে প্রাথমিক লক্ষ্য অবশ্যই থাকবে ফলো অন বাঁচানো। ইন্ডিয়া সি দলের হয়ে তৃতীয় দিনে পাঁচ উইকেট নেন অংশুল কামবোজ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো বোলিং করলেও এই প্রথম লাইমলাইটে আসলেন তিনি।