India ‘A’ team announcement, three faces of Bengal
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া এ দলের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশিতভাবেই ইন্ডিয়া এ দলের স্কোয়াডে সুযোগ পেলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। যদিও আরও একবার অধিনায়কত্ব থেকে বঞ্চিত করা হল তাঁকে। ইন্ডিয়া এ দলের সিরিজের জন্য অধিনায়ক করা হল রুতুরাজ গায়েকওয়াড়কে। এই দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি চারদিনের বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে, পাশাপাশি ইন্ডিয়ার সিনিয়র দলের বিরুদ্ধেও অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলবে, যাতে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেন। দলে বাংলা থেকে ডাক পেয়েছেন আরও দুই ক্রিকেটার। রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েল এবং পেসার মুকেশ কুমার।