Abhimanyu missed double century in the Irani Cup.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইরানি কাপে একটুর জন্য দ্বিশতরান হাতছাড়া করলেন অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে খেলতে নামা অভিমন্যু ঈশ্বরণ। এই ডানহাতি ওপেনার দুরন্ত ছন্দে ছিলেন। প্রায় বাঁচিয়েই ফেলেছিলেন ম্যাচ। কিন্তু তাঁর আউটই ইরানি কাপের ফাইনালে বিপাকে ফেলে দেয় দলকে। মুম্বইয়ের বিরুদ্ধে বিশাল ৫৩৭ রান তাড়া করতে নেমে অভিমন্যু ঈশ্বরণ করেন ১৯১ রান। তবে ৯ রান দুরে থাকতেই বাজে শট খেলে তিনি আউট হন। এক্ষেত্রে শামস মুলানির একটি অতি সাধারণ বলে সুইপ খেলতে গিয়ে তিনি ফাইন লেগে ধরা দেন। আর তাতেই বিপর্যয়ের সামনে পড়ে অবশিষ্ট ভারতীয় একাদশ। এর আগে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন তাঁদের ব্যাটার ধ্রুব জুরেলও।