Abdus Sattar joined Trinamul Congress.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এক সময় ছিলেন বামফ্রন্ট সরকারের মন্ত্রী। এরপর গেছিলেন কংগ্রেসে। ধরেছিলেন কংগ্রেসের হাত। অবশেষে রাজনীতির পাঠের ল্যাটা চুকিয়ে এবার আবদুস সাত্তার যোগ দিলেন তৃণমুল কংগ্রেসে। ঘটা করে সাড়ম্বরে তিনি না এলেও, মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন দফতরের উপদেষ্টা করে আনা হয়েছে তাঁকে। অর্থাৎ বকলমে তিনি পার্টির টিকিটে না জিতেও বা তৃণমুলের পতাকা সরাসরি হাতে না তুলে নিয়েও পার্টির অন্যান্য নেতাদের তুলনায় অনেক বেশি ক্ষমতাই পেলেন। অনেকে মনে করছেন, তৃণমুল কংগ্রেসের সংখ্যালঘু মুখদের মধ্যে অন্যতম ববি হাকিম। তাঁর পাশাপাশি আরও নতুন মুখ তুলে আনতেই এই পদে জায়গা করে দেওয়া হল বামফ্রন্ট তথা বাংলার রাজনীতির বর্ষিয়ান নেতা আবদুস সাত্তারকে।