The Chief Minister of Delhi is being deliberately harassed, AAP leader Sanjay Singh claimed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে দাবি করলেন আপ নেতা সঞ্জয় সিং। এই ইস্যুতেই সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন আপ নেতা। তার মতে জেলের মধ্যে বৈষম্যের শিকার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সকলের জন্য এক রকম নিয়ম, অথচ দিল্লির মুখ্যমন্ত্রীকে হেনস্থা করতে তার ক্ষেত্রে আলাদা ক্ষমতা প্রণয়ন করা হচ্ছে স্রেফ নিয়ম দেখিয়ে।সঞ্জয় সিং বলছেন, ‘ জেলের ভিতরের সকলের পরিবারের সঙ্গে কথা বলতে পারছে মুখোমুখি, অথচ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কথা বলতে হচ্ছে জানালার মধ্যে দিয়ে। জেলে আধ ঘণ্টা ব্যাক্তিগতভাবে কথা বোলারও নিয়ম থাকে, কিন্তু এক্ষেত্রে আধ ঘণ্টা তো দুর। ৫ মিনিটও সামনাসামনি কথা বলতে পারছেন না তার স্ত্রী সুনিতা। জেলের ভিতর ভিভিআইপি বন্দীরা ইন্টারনেট ব্যবহার করে। আর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দাগি আসামির মতো ব্যবহার করা হচ্ছে’। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।