AAP leader in fear of arrest if she does not join BJP
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই গ্রেফতার করা হবে তাকে, আশঙ্কায় আপ নেত্রী অতিশি সিং। কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজত চাওয়ার সময় আতিশি সিংয়ের কথার উল্লেখ করেছিল ইডি। তারপরই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি সিং। তার দাবি নির্বাচনে আপকে রুখতে খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। একই সঙ্গে আরও তিন নেতা সৌরভ ভরদ্বাজ, দূর্গেশ পাঠক এবং রাঘব চাড্ডাকেও গ্রেফতার করা হতে পারে।
তিনি আরও দাবি করেছেন, বিজেপির তরফ থেকে তার কাছে দল পরিবর্তনের প্রস্তাব এসে পৌঁছেছে। বিজেপিতে তিনি যোগ না দিলে, আগামী এক মাসের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে, এমন আশঙ্কা প্রকাশ করেন দিল্লির আপ সরকারের সেকেন্ড ইন কমান্ড। তার মতে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসাদিয়া, সঞ্জয় সিংহদের গ্রেফতারির পরেও আপের ঘর ভাঙতে না পারায় হতচকিত হয়ে পড়েছে বিজেপি, তাই ঘুর পথে অনৈতিকভাবে এজেন্সিকে ব্যবহার করছে তারা।