673 new vacancies are created in the state, the cabinet took a big decision on the eve of Puja
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জোর আগে রাজ্যে নতুন চাকরির সুযোগ! মন্ত্রিসভার সিদ্ধান্তে ৬৭৩টি নতুন পদ সৃষ্টি হল। বিশেষ করে পুলিশে ৪৯৪টি পদে নিয়োগের দরজা খুলল। দমকল, স্বাস্থ্যসেবা,এবং অন্যান্য বিভাগেও নতুন পদ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন। চাষবাদ, পানীয় জল সরবরাহ, এবং স্বাস্থ্যসেবা- এই সব ক্ষেত্রে উন্নতি করার লক্ষ্য রয়েছে সরকারের।উল্লেখ্য, গত জুনেও রাজ্য সরকার ৫৫২টি নতুন পদ সৃষ্টি করেছিল। এবারের সিদ্ধান্তে রাজ্যের বেকার সমস্যা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।