34 penalty shoot in one match, surprised football world
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: উয়েফা ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দেখা গেল অবিশ্বাস্য বিষয়। দুই দল মিলিয়ে টাইব্রেকারে ৩৪টি শট নিল, শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল নেদারল্যান্ডসের ক্লাব দল আজাক্স। ইউরোপা লিগের তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আমস্টারডামে মুখোমুখি হয়েছিল আজাক্স এবং গ্রিসের দল পানাথিনাইকোস। দুই লেগের ম্যাচের শেষে দেখা যায়, দুই দলই দাড়িয়ে একই জায়গায় অর্থাৎ অমিমাংসিত অবস্থায়। ১-১ ছিল দুই লেগের শেষে ফল, এরপরই অতিরিক্ত সময়ের পর খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানে গিয়ে ম্যাচে ফয়সলা হয়নি। এরপর সাডেন ডেথ হয়, সেখানে গিয়ে ম্যাচ জিতে নেয় আজাক্স। মোট ৩৪টি শট নেয় দুই দলের খেলোয়াড়রা, এরপর ম্যাচ জিতে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে আজাক্স।