India announced the team for the match against Malaysia
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মালেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড প্রকাশ করল ভারতীয় ফুটবল দল। ম্যানোলো মার্কোয়েজ চাইবেন এই ম্যাচ থেকে অন্তত জয়ের সরণীতে আসতে। এখনও পর্যন্ত দলের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জয়ের মুখ দেখেননি। সুনীল ছেত্রীর অবসরের পর গোল করার লোকেরও বড্ড অভাব দেখা দিয়েছে। জাতীয় শিবিরের ২৬ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ, এছাড়াও রয়েছে আনোয়ার আলি, আশিস রাই। মাঝমাঠে দুই প্রধান থেকে সুযোগ পেয়েছেন অনিরুদ্ধ থাপা, জিকসন সিং, লিস্টন কোলাসো। আক্রমণে থাকছেন মনবীর সিং। গতবারের দলের থেকে এবারের দলে অনেকটাই পরিবর্তন এনেছেন কোচ ম্যানোলো মার্কোয়েজ।