Chief Minister Mamata Banerjee thanked the people of the state on social media.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শনিবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়ার পথে তৃণমূল। কোথাও বিরোধীরা ছুঁতেও পারেনি তাদের। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন মমতা। লিখলেন, ‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে’। শাসক নয়, তাঁর সরকার মানুষের পাহারাদার বলেও এদিন মন্তব্য করেন মমতা। লেখেন, ‘মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা’! উপনির্বাচনের ঠিক পরই, মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠক রয়েছে। সেখানে মমতা কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।