The first phase of elections in Bengal was virtually bloodless except for a few scattered incidents in Cooch Behar.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রথম দফার নির্বাচনে উত্তরের ৩ কেন্দ্রে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামিয়েছিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের সুফল দেখল বাংলা। কোচবিহারে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, প্রথম দফায় কার্যত রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন হল তিন লোকসভা কেন্দ্রে। পাশাপাশি তীব্র গরমকে উপেক্ষা করে দেশের নিরিখে রেকর্ড ভোট পড়ল বাংলার ৩ কেন্দ্রে।
নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের তিন কেন্দ্র আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে মোট ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। প্রথম দফায় দেশের অন্য রাজ্যগুলি থেকে ভোট শতাংশের হারে এগিয়ে রয়েছে বাংলা। এছাড়া অশান্তির অভিযোগের রিপোর্টও প্রকাশ্যে এনেছে কমিশন। দেখা যাচ্ছে, আলিপুরদুয়ারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মোট অভিযোগ জমা পড়েছে ১৬২ টি। কোচবিহারে ২৬৯ টি এবং জলপাইগুড়িতে ১২৫ টি। তবে ৩ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার জেলায়।