The 112 feet Durga Puja of Ranaghat is closed by the decision of the puja committee
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বন্ধ হয়ে গেল রানাঘাটের ১১২ ফুটের দুর্গাপুজো। আজ বুধবার মহালয়ার সকালে পুজো না করার সিদ্ধান্ত নিল কমিটি। পুজো কমিটির অন্যতম সদস্য সুজয় বিশ্বাস বলেন, সবাই মিলে পুজো বন্ধের সিদ্ধান্ত নিলাম। আইনজীবীদের সেই বিষয় জানিয়ে দিয়েছি।
রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ ১১২ ফুটের বিশ্বের সবচেয়েে বড় দুর্গা প্রতিমা করার সিদ্ধান্ত নেয়। সেই মতো শুরু হয় প্রস্তুতি। তবে প্রশাসনের অনুমতি না মেলায় তা নিয়ে জট দেখা যায়। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি। আদালত নদিয়ার জেলাশাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। বিভিন্ন দপ্তরের আপত্তির কারণে ১১২ ফুটের প্রতিমা মণ্ডপে স্থাপন এবং দর্শনের অনুমতি দেওয়া যাবে না বলে জানান জেলাশাসক। তবে সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ফের জেলাশাসককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেন। ৩ অক্টোবর ফের এই মামলার শুনানি দিন ঠিক করা ছিল।
আজ বুধবার পুজো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল খোদ পুজো কমিটি। কারণ হিসেবে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন মামলা লড়ার মত অর্থ না থাকার কারণে পুজো বন্ধ করার সিদ্ধান্ত।