December 13, 2024 2:01 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 13, 2024 2:01 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

105th Foundation Day of East Bengal Club: লালহলুদের প্রতিষ্ঠায় দিবস পালন হলো সাড়ম্বরে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

On Thursday, 1st August 2024, the 105th Foundation Day of East Bengal Club was held.

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার, ১ লা আগস্ট ২০২৪, ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হল। চিরাচরিত প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু ও ডাঃ রমেশ (নশা) সেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অর্থ সচিব সদানন্দ মুখার্জি, দেবব্রত সরকার, প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, বিকাশ পাঁজি, অতনু ভটাচার্য, অমিত ভদ্র, অমিতাভ চন্দ্র, সঞ্জয় মাঝি, সৌমিক দে, আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবি, চন্দন দাস, মাধব দাস, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ I ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ার ফুটবলাররা এবং অগণিত সভ্য সমর্থক I এর পর সকলে মিলে কেক কেটে ক্লাবের ১০৫ তম জন্মদিন পালিত করেন I ক্লাব তাঁবুতে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবে আধিকারিক গণ ও প্রাক্তন খেলোয়াড়রা I

এদিন সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বর্ষসেরা ফুটবলার সহ ক্রীড়া জগতের গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয়সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় –

‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হল ইস্টবেঙ্গল ক্লাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলি কে।

ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হল প্রাক্তন ফুটবলার শ্রী রঞ্জিত মুখার্জি কে।

ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হল প্রাক্তন ফুটবলার ও অধিনায়ক শ্রী প্রশান্ত ব্যানার্জি কে।

অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত করা হল শ্রী রাজদীপ সরদেশাই কে।

পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত করা হল শ্রী সরোজ চক্রবর্তী কে।

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হল শ্রী সুকৃতি কুমার দত্ত কে।

প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হল শ্রী জয়ন্ত ব্যানার্জি কে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মানে সম্মানিত করা হল নন্দকুমার সেকার কে।

জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের’ সম্মানে সম্মানিত করা হল গোলরক্ষক প্রভুসুকন সিং গিল কে।

গোপাল বোস মেমোরিয়াল ‘বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়’ সম্মানে সম্মানিত করা হল সাত্যকি দত্ত কে।

স্বপন বল মেমোরিয়াল ‘সমর্থক’ সম্মানে সম্মানিত করা হল শ্রী মুকুল গাঙ্গুলি ও শ্রী গনেশ দাস কে।

‘দ্যা মেকার অফ এ চ্যাম্পিয়ন’ সম্মানে সম্মানিত করা হল ইমরান আজিজ মির্জা কে।

‘প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হল কার্লেস কুয়াদ্রাত কে।

‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হল মহম্মদ শামি কে।    

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top