Prime Minister wants to hold 2036 Olympics on Indian soil
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজন হতে পারে ভারতের মাটিতেই, সেই লক্ষ্যে চেষ্টা চালানো শুরু করে দিল ভারত। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিলেন ভারতবাসীর স্বপ্ন এদেশে অলিম্পিক আয়োজন, আর সেই স্বপ্ন পূরণ করতেই সংকল্পবদ্ধ তিনি। কুচকাওয়াজের অনুষ্ঠানে অলিম্পিক্সে ভারতীয় প্রতিনিধিরা এসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন পিআর শ্রীজেশ থেকে অন্যান্য অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদরাও। তাঁদের সামনেই প্রধানমন্ত্রী জানান, জি২০ সামিট ভারত পরিকল্পনামাফিক সফলভাবে আয়োজন করেছে। যা দেখিয়ে দিয়েছে ভারত যে কোনও বড় ইভেন্ট আয়োজন করতে পারে, তাই এবার তাঁরা ২০৩৬ অলিম্পিক্স ভারতের মাটিতে করতে চেষ্টা করবেন।